IQNA

ভিডিও | সিরিয়ায় মার্কিন যুদ্ধ নিয়ে ম্যারাডোনার মন্তব্য

0:41 - November 29, 2020
সংবাদ: 2611880
তেহরান (ইকনা): আর্জেন্টিনার প্রয়াত ফুটবল তারকা দিয়েগো ম্যারাডোনা এক সংবাদ সম্মেলনে ফিদেল কাস্ত্রো, চে গুয়েভারা এবং মার্কিন নীতি সম্পর্কে কথা বলেছেন।

ফুটবল কিংবদন্তি দিয়েগো আরমান্ডো ম্যারাডোনার মৃত্যুর পর ফুটবল প্রেমীরা সামাজিক মিডিয়ায় তার অনেক ভিডিও এবং ছবি প্রকাশ করেছে।

কয়েক বছর ধরে ম্যারাডোনা বিভিন্ন ইভেন্টে মন্তব্য করেছেন, যার কয়েকটি এখনও তাঁর অনুরাগীদের মনে সতেজ রয়েছে। এর মধ্যে একটি মন্তব্য হচ্ছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং সিরিয়ায় মার্কিন যুদ্ধ।

এই ভিডিওতে ম্যারাডোনা বলেন: “আমি ফুটবলে আর্নেস্তো চে গুয়েভারা এবং সকল মানুষকে গুরুত্ব সহকারে দেখি”।

তিনি মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের আক্রমণাত্মক ও বৈরী নীতিগুলিও উল্লেখ করে বলেন: “আমেরিকা সিরিয়াকে বিশ্ব মঞ্চ থেকে সরিয়ে দিতে চায়”।

উল্লেখ্য যে, বিশ্বখ্যাত ফুটবল তারকা দিয়েগো আরমান্ডো ম্যারাডোনা ১৯৬০ সালে আর্জেন্টিনায় জন্মগ্রহণ করেন এবং ২৫শে নভেম্বর এই দুনিয়া ত্যাগ করেন। iqna

captcha